১৯১৮ সালে বিদ্যালয় টি প্রথমিক বিদ্যালয় হিসাবে স্থাপিত হয়। এবং পরে ১৯২৪ সালে মাইনর স্কুল হিসাবে আত্নপ্রকাশ করে। এ সময় থেকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকে এর কর্মকান্ড এবং সম্প্রসারিত হতে থাকে এর কলেবর। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় এবং শিক্ষকমন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৩৮ সালে বিদ্যালয়টি একটি পূর্নাঙ্গ উচ্চ ইংরেজী বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। এসময় দশানী গ্রামের বাবু গোপাল চন্দ্র বিশ্বাস বিদ্যালয়ে ৫০০০ (পাচ হাজার) টাকা এককালীন অনুদান করেন এবং তার বোন "মনোমোহিনী" এর নামানুসারে বিদ্যালয়ের নামকরনের ইচ্ছা পোষন করার বিদ্যালয় কতৃপক্ষ তা মেনে নিয়ে "মনোমোহিনী উচ্চ ইংরেজী বালিকা বিদ্যালয়" নাম করন করেন।

১৯৬৮ সালের ১৫ নভেম্বর বিদ্যালয়টি সরকারী করণে এর নামকরণ হয় "বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়"

 
Make a Free Website with Yola.